এই আয়াতে, তৃতীয় এবং শেষবারের ‘তালাক’ এর কথা বলা হইয়াছে। ইহার পরমুহূর্ত হইতে স্ত্রীর সহিত পুণর্মিলনের আর কোন অধিকার থাকিল না। তবে যদি এমনটি ঘটে যে, তাহার পরিত্যক্ত স্ত্রী অন্য কাহাকেও বিবাহ করিল এবং ঐ স্বামীও তাহাকে তালাক দিল কিংবা মারা গেল, তখন পূর্ববতী স্বামী, তাহার মত নিয়া, তাহাকে বিবাহ করিতে পারে। ইসলাম, তালাকের আইনে এই ধারাটি সন্নিবিষ্ট থাকায় একদিকে যেমন বিবাহের গুরুত্ব, গাম্ভীর্য ও পবিত্রতা প্রতিপন্ন হয়, তেমনি অন্যদিকে একটি দূরতম সুযোগও রাখা হইল, যাহাতে সেই দম্পতি যাহারা এক সময় একত্রে বাস করিয়াছে, তাহারা ইচ্ছা করিলে পুনরায় একত্রিত হইতে পারে।