২৭৬

এই আয়াত দ্বারা আরম্ভ হইয়াছে তালাক-বিষয়ক ইসলামী আইন। এই আইন অনুযায়ী, ন্যায় সঙ্গত কারণে, স্বামী তাহার স্ত্রীকে ‘তালাক’ দিবার অধিকার প্রাপ্ত হইল। তবে এই অধিকার কদাচিৎ, কেবল মাত্র অতি অপরিহার্য অবস্থায়ই প্রয়োগ করা যাইতে পারে।