২৫৭

সাহায্যের জন্য মর্মবিদারী যে করুণ প্রার্থনা—“কখন আল্লাহ্‌র সাহায্য আসিবে” কথাগুলির মধ্যে ব্যক্ত হইয়াছে, তাহাতে কাতরতা থাকিলে নৈরাশ্য বা হতাশা নাই। আল্লাহ্‌র নবী ও তাঁহার সত্যিকার অনুসারীদের নৈরাশ্যে পতিত হওয়া অসম্ভব ও ধারণাতীত (১২ঃ৮৮)। এই বাক্যটিও একটি সকাতর, সানুনয় প্রার্থনা, যাহাতে আল্লাহ্‌র করুণা উদ্বেলিত হইয়া সাহায্যের আকারে নামিয়া আসে।