২২৮

‘উমরাহ’ বা ছোট হজ্জ এইভাবে পালন করার নিয়ম। প্রথমে ইহরামের অবস্থা অবলম্বন করিতে হয়, সাতবার কা’বার প্রদক্ষিণ করিতে হয়। সাফা ও মারওয়া উপত্যকাদয়ের মধ্যে দৌড়াইতে হয় এবং ইচ্ছা করিলে, পশু কুরবানীও করা হয়। উম্‌রাহ্‌ বৎসরের যে কোনও সময় করা যায়। কিন্তু ‘হজ্জ’ বা পূর্ণ তীর্থ পালন কেবল মাত্র যুল-হজ্জ মাসেই সম্পাদন করা নির্দিষ্ট।