খাদ্য সম্বন্ধীয় আদেশ-নিষেধের অব্যবহিত পরেই, শয়তানের অনুসরণ না করার আদেশ এই কথার ইঙ্গিত বহন করে যে, মানুষের শারীরিক কার্যাবলী (খাদ্যাভ্যাস ইত্যাদি সহ) তাহার মন-মানসিকতা ও নৈতিক গুণাবলী ও আধ্যাত্মিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। অবৈধ এবং অস্বাস্থ্যকর খাদ্য মানুষের নৈতিক মূল্যবোধকে দমাইয়া দেয় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির ব্যাঘাত ঘটায় (২৩ঃ৫২ দেখুন)।