‘হু’ মানে ইহাকে বা তাহাকে। ‘ইহাকে’ বলিতে কিব্লার পরিবর্তনকে বুঝায়, আবার ‘তাহাকে’ বলিতে আঁ হযরত (সাঃ) কে বুঝায়। অতএব, বাক্যটির অর্থ দাড়ায় আহলে কিতাব (খৃষ্টান-ইহুদী) তাহাদের ধর্মগ্রন্থ সমূহ হইতে (ভবিষ্যদ্বাণী) জ্ঞাত আছে যে, আরবদের মধ্যে এক নবীর অভ্যুদয় হইবে যাহার সহিত কা’বার নিগূঢ় সম্পর্ক থাকিবে।