এখানে ‘সন্তান-সন্ততিগণ’ বলিতে ইয়াকুবের বারোজন পুত্রের নামানুসারে যে বারোটি গোত্র স্থাপিত হইয়াছে, সেই বারোটি ইসরাঈলীয় গোত্রকে বুঝাইয়াছে। ইয়াকুব বা ইসরাঈলের বারোজন পুত্রের নাম ছিল – রুবেন, সাইমিওন, লেভী, জুডা, ইস্সাচর, যেবুলুন, জোসেফ, বেনজামীন, ডান, নাফতলি, গাদ এবং আশের (আদিপুস্তক- ৩৫ঃ২৩-২৬, ৪৯ঃ২৮)।