১২২-খ

ইহুদীরা পৌত্তলিকদের চাইতেও এই দুনিয়ার প্রতি অধিকতর হীনমন্যভাবে আকৃষ্ট ও জড়িত। যদিও তাহারা পরলোকে আল্লাহ্‌র অনুগ্রহ প্রাপ্তির ঐকান্তিক দাবীদার, তথাপি পরলোকের প্রতি তাহাদের আকর্ষণ ও মনোযোগ নাই বলিলেই চলে। তাহাদের কামনা-বাসনা ও মন-মানসিকতার সবটাই যেন ইহকালের প্রতি নিবদ্ধ।