১২২

‘উশ্‌রিবা ফী কাল্‌বিহী হুব্বু ফুলানিন’ আরবী এই বাক্যটির অর্থ ‘অমুক ব্যক্তির ভালবাসা দ্বারা তাহার অন্তর পরিপূর্ণ ও পরিপ্লুত, (আকরাব)।শব্দটির এইরূপ ব্যবহারের কারণ ইহাই যে, ভালবাসা এমন এক নেশার বস্তু যে ইহাতে অংশগ্রহণ করে সেই নেশাগ্রস্ত হইয়া যায়। এই আয়াতে ব্যবহৃত শব্দগুলির তাৎপর্য ইহাই যে, গো-বৎসের ভালবাসা তাহাদের হৃদয়ের এত গভীরে প্রোথিত ছিল যে, তাহারা যেন নেশাগ্রস্ত ছিল।