এই আয়াত বলিতেছে যে, ইহুদীরা পৌত্তলিক আরবদের কাছে বলিয়া বেড়াইত যে, তাহাদের গ্রন্থগুলিতে এমন একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী রহিয়াছে, যিনি সারা বিশ্বের জন্য সত্য প্রচার করিবেন (দ্বিতীয় বিবরণ- ১৮ঃ১৮, ২৮ঃ১-২)। কিন্তু সত্য সত্যই যখন সেই নবী আগমন করিলেন, তখন যাহারা ঐ নবীর মধ্যে আল্লাহ্র পূর্ব-প্রদত্ত সকল চিহ্নাবলীর প্রকাশ দেখিতে পাইল, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না, বরং মুখ ফিরাইয়া লইল। এই আয়াতের আরেকটি অর্থ হইতে পারে আঁ-হযরত (সাঃ)-এর আগমনের পূর্বে ইহুদীরা আল্লাহ্র কাছে সকাতরে প্রার্থনা করিত, যাহাতে তাহাদের মধ্যে এমন একজন নবীর আগমন হয়, যিনি সত্য ধর্মকে সকল মিথ্যা ধর্মের উপর বিজয় দান করেন। (হিশাম, ১ম খণ্ড, ১৫০পৃঃ)। কিন্তু তাহাদের প্রার্থীত সেই নবী যখন সত্য সত্যই শুভাগমন করিলেন এবং মিথ্যার উপরে সত্যের প্রকাশ্য বিজয় যখন অত্যাসন্ন দেখা গেল, তখন তাহারা তাঁহাকে গ্রহণ করিতে অস্বীকৃতি জানাইল। এই ভাবে তাহারা নিজেদের মাথার উপর আল্লাহ্র অভিসম্পাত ডাকিয়া আনিল।