‘মান্ন্’ অর্থ অনুগ্রহ বা দান, বিনা শ্রমে যাহা পাওয়া যায় এমন কিছু, মধু বা শিশির (আকরাব)। মহানবী (সাঃ)-এর একটি হাদীসেও ‘মান্নার’ উল্লেখ আছে। মাটির নীচে জন্মায়, এরূপ বেঙের ছাতা জাতীয় উদ্ভিদও মান্নার অন্তর্গত (বুখারী)। লেইনের অভিধানে ‘তুবাঞ্জাবীন্’ শব্দটির অর্থ দেখুন।