৯৬

এই আয়াতে ইহা বুঝাইতে পারে যে, বনী ইসরাঈল জাতি অত্যন্ত বেয়াদবীপূর্ণ ভাষায় যে উদ্ধত ও যুক্তিহীন দাবী উত্থাপন করিয়াছিল, উহার কারণে তাহাদের আধ্যাত্মিক মৃত্যু ঘটিয়া গিয়াছিল,অবশ্যই তাহাদের শারীরিক মৃত্যু সংঘটিত হয় নাই। এই অর্থ ও তাৎপর্য পরবতী আয়াতদ্বারাও সাব্যস্ত হয়, যেখানে আল্লাহ্‌তা’লা বলেন, “অতঃপর আমরা তোমাদের মৃত্যুর পর তোমাদিগকে উত্থিত করিলাম” অর্থাৎ তোমরা হারানো ঈমান ও মর্যাদা ফিরিয়া পাইলে। ‘মওত’ শব্দের অর্থ বর্ধনশীলতা ও উন্নতি তিরোহিত ও স্তব্ধ হইয়া যাওয়া (৫৭ঃ১৮), অনুভূতি শক্তির লোপ (১৯ঃ২৪), যুক্তি ও বুদ্ধিমত্তার বিলুপ্তি (৬ঃ১২৩), এমন তীব্র শোক যাহা মানুষের জীবনকে দুর্বিষহ করিয়া তুলে (১৪ঃ১৮), শারীরিক মৃত্যু (লেইন)।