৯৪

‘ফুরকান’ অর্থ যুক্তি, উষা বা সকাল, সহায়ক (মুফরাদাত,লেইন)। এই আয়াত বুঝাইতেছে যে, আল্লাহ্‌তা’লা মূসা (আঃ)-কে কেবল কিতাব বা দশ নির্দেশ সম্বলিত ফলকগুলি দিয়াই ক্ষান্ত হন নাই, বরং তৎসঙ্গে তাঁহাকে অলৌকিক নিদর্শনাবলীসহ যুক্তিও দিয়াছিলেন এবং এমন সব ঘটনা সমূহ ঘটাইয়াছিলেন, যাহা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য প্রদর্শন করতঃ কোনটা সত্য ও কোনটা মিথ্যা তাহা প্রকাশ করিয়া দেয়।