৬২-খ

হুম (তাহাদের বা তাহাদিগকে) সর্বনামটির ব্যবহার দ্বারা বুঝা যাইতেছে যে, এখানে কোন প্রাণহীন জড় বস্তুর কথা বলা হয় নাই। কেননা আরবী ভাষায় এই ধরণের সর্বনাম কেবলমাত্র ‘যুল উকূল’ বা বিচারবুদ্ধি-সম্পন্ন প্রাণীর জন্যই ব্যবহার করা হয়। অতএব, এই অভিব্যক্তিটির অর্থ দাঁড়াইবে, আল্লাহ্‌তা’লা ফিরিশ্‌তাগণের দিব্য-দৃষ্টি দান করিয়া তাহাদেরকে আদমের বংশে ভবিষ্যতে আগমনকারী আল্লাহ্‌র গুণাবলী প্রকাশক, ধার্মিক ও অসামান্য মহাপুরুষদিগকে দেখাইয়া প্রশ্ন করিলেন, ‘তোমরাও কি এমনি ভাবে তাহাদের মত, আমার গুণাবলী প্রকাশে সক্ষম হইবে?’ উত্তরে ফিরিশ্‌তাগণ নিজেদের অসামর্থ্যও অক্ষমতা প্রকাশ করিল। তাই “আমাকে তাহাদের নাম বল” বাক্যটিতে উপরোক্ত অর্থই প্রকাশ পাইতেছে।