৪৯

আযাল্লাহু আল্লাহ্ অর্থ (১) আল্লাহ্ তাহাকে স্বীয় বিচারে ভ্রান্ত সাব্যস্ত করেন, (২) আল্লাহ্ তাহাকে পরিত্যাগ করেন, যার ফলে সে বিভ্রান্তিতে পতিত হয় (কাশ্‌শাফ), (৩) আল্লাহ্ তাহাকে ভ্রান্তিতে নিপতিত পাইলেন, ভ্রান্তিতে ছাড়িয়া দিলেন, ভ্রান্ত পথে যাইতে দিলেন লেইন)।