‘আন্নাসু’ (মানুষ) ও ‘আল্-হিজরাতু’ (প্রস্তরগুলি) বলিতে দুই ধরণের দোযখবাসীকে বুঝাইতে পারে। ‘আন্নাসু’ বলিতে ঐ সকল অবিশ্বাসীদিগকে বুঝাইতে পারে যাহাদের মনে আল্লাহ্র প্রতি কিছু ভালবাসা আছে এবং ‘আল্-হিজরাতু’ বলিতে ঐসকল অবিশ্বাসীদিগকে বুঝাইতে পারে, যাহাদের মনে আল্লাহ্র প্রতি ভালবাসা মোটেই অবশিষ্ট নাই। তাহারা পাথর হইতে কোনও অংশে উৎকৃষ্ট নহে। শব্দটি ‘হাজর’-এর বহুবচন যাহার অর্থ প্রস্তর, পাথরের টিলা, সোনা, বড়লোক ও নেতা (লেইন)।