এই আয়াতের কথাগুলির তাৎপর্য হইলঃ মোনাফেকরা যুদ্ধের ইন্ধন যোগাইয়াছিল– নিজেদের হারানো প্রভাব ফিরিয়া পাইবার জন্য। কিন্তু যুদ্ধের প্রকৃত ফলাফল এই দাঁড়াইল যে, তাহাদের ভণ্ডামী প্রকাশ্যে ধরা পড়ল এবং তাহারা কিংকর্তব্যবিমূঢ় ও বিস্ময়াভিভূত হইয়া গেল। ‘যুলুমাত’ শব্দটি কুরআনে সবস্থানেই বহুবচনে ব্যবহার করা হইয়াছে এবং নৈতিক ও আধ্যাত্মিক অন্ধকার ও অধঃপতনকে বুঝাইয়াছে। পাপ ও কুকর্ম কখনও পৃথক থাকে না। একটি পাপ অপর একটি পাপকে, একটি দুষ্কর্ম আরেকটি দুষ্কর্মকে টানিয়া আনে। অতএব, সাকল্যে অর্থ দাঁড়ায়, মোনাফেকরা বিপদের পর বিপদ ও ধ্বংসের পর ধ্বসের সম্মুখীন হইবে।