কোন কিছুকে ‘নির্দিষ্ট’ করিতে আরবীতে ‘আল্’ ব্যবহৃত হয়, যেরূপ ইংরেজীতে ‘দি’ বা বাংলাতে ‘টি’, ‘টা’, ‘খানি’, ‘খানা’ ইত্যাদি, শব্দের পূর্বে বা পরে যোগ করিয়া, বিষয় বা বস্তুকে নির্দিষ্ট করা হইয়া থাকে। তবে, ‘আল্’ দ্বারা বিষয় বা বস্তুর সর্বদিকই নির্দেশ করে অথবা ইহার ব্যাপকতা ও পূর্ণতাকে জ্ঞাপন করে, ইহার সকল স্তর ও পরিমাণকে অন্তর্ভুক্ত করে। যে বস্তুর কথা ইতিপূর্বে বলা হইয়াছে, ইহার পুনরুল্লেখের ক্ষেত্রেও ‘আল্’ সূচিত হয় কিংবা মনে ইহার ধারণা উপস্থিত থাকলে, সেক্ষেত্রেও ‘আল্’ দ্বারা শব্দটিকে বিশেষিত করা হয়।