আরব দেশের পশ্চিমাঞ্চলে সামূদ জাতি বসবাস করিত, তাহারা আদন (এডেন) হইতে উত্তর দিকে সিরিয়া (শাম) পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত ইসমাঈল (আঃ)-এর সময়ের কিছু কাল পূর্ব পর্যন্ত তাহারা বসবাস করিত। ‘আদ’ রাজ্যের পার্শ্ববর্তী এলাকা তাহাদের অধিকারে ছিল, কিন্তু তাহারা প্রধানতঃ পাহাড়ে বসবাস করিত।