৯৯৫

বহুকাল পূর্বে ‘আদ’ নামীয় এক জাতি আরব দেশে বাস করিত। কোন এক সময়ে তাহারা বৃহত্তর আরবের অত্যন্ত উর্বর এলাকা সমূহ শাসন করিত—বিশেষভাবে ইয়েমেন, সিরিয়া এবং মেসোপটেমিয়ার অঞ্চলগুলি। তাহারাই সর্বপ্রথম জাতি, যাহারা কার্যতঃ প্রায় সমগ্র আরবদেশের উপর প্রভুত্ব করিত। তাহারা ‘আদ-আল্-উলা’ বা প্রথম ‘আদ’ নামে পরিচিত। বিস্তারিত জানার জন্য দেখুন ১৩২৩ টীকা।