৯৯

‘সালওয়া’ হইল (১) তিতিরের মত সাদা ধরণের পাখী, যাহা আরব দেশে বিভিন্ন এলাকায় পাওয়া যায় এবং পাশাপাশি দেশগুলিতেও দেখা যায় (২) এমন যে কোন বস্তু যাহা মানুষের মনকে প্রশান্তি ও সন্তোষে ভরিয়া দেয়, (৩) মধু (আকবার)। মান্ন ও সালওয়া পাঠাইবার কথা কুরআনে তিনটি স্থানে বলা হইয়াছে। আলোচ্য আয়াতে, ৭ঃ ১৬১ এবং ২০ঃ৮১ আয়াতে। এই তিন স্থানেই, মান্ন্‌-সাল্‌ওয়া অবতরণের উল্লেখের পরে পরেই বলা হইয়াছে যে, “আমরা যে সব ভাল জিনিস তোমাদের রিয্‌ক রূপে দিয়াছি, তাহা খাও” ইহা দ্বারা বুঝা যায়, সিনাই উপত্যকায় ইস্‌রাঈলদিগকে যে খাদ্য খাইতে দেওয়া হইয়াছিল, তাহা স্বাস্থ্যকর, সুস্বাদু ও রুচীসম্মত ছিল, সেই খাদ্যের মধ্যে বিভিন্ন বস্তু ছিল, যাহার মধ্যে মান্ন্‌ ও সালওয়া ছিল প্রধান (যাত্রাপুস্তক- ১৬ঃ১৩-১৫ দেখুন)।