৯৮১

এই সমস্ত লোক দ্বারা জান্নাতের ভাবী অধিবাসীরন্দকে বুঝাইতেছে। নবীগণ দোযখবাসীদিগকে সম্বোধন করিয়া অপেক্ষমান বেহেশ্‌তের ভাবী অধিবাসীগণকে দুর্বল-দরিদ্র মো’মেনগণের প্রতি দেখিতে বলিবেন, যাহাদিগকে তাহারা তুচ্ছ ভাবিয়া উপহাস করিত এবং তৎপর তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, “যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে, আল্লাহ্‌ কখনও তাহাদের সহিত রহমতপূর্ণ ব্যবহার করিবেন না?”