এই শব্দগুলি ভাবী জান্নাতবাসীগণের প্রতি ইশারা করিতেছে, যাহারা তখনও উহাতে (জান্নাতে) প্রবেশ করেন নাই, কিন্তু শীঘ্রই উহার মধ্যে প্রবিষ্ট হইবার আশা করিতে থাকিবেন। উচ্চ স্থানে উপবিষ্ট ব্যক্তিগণ তাহাদিগকে জান্নাতবাসী বলিয়া চিনিতে পারিবেন, যদিও সেই সকল লোক তখনও পর্যন্ত জান্নাতে প্রবেশ করেন নাই।