৯৭১

এই বাক্যের মমার্থ হইল যে, আল্লাহ্‌তা’লার নবীর প্রত্যাখ্যানকারীরা তাহাদের পরাজয়ের এবং ছত্রভঙ্গ অবস্থায় ভবিষ্যদ্বাণী পুর্ন হইতে স্বচক্ষে দেখিতে পাইবে এবং আল্লাহ্‌র নবীকে অস্বীকার করার ফলে শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।