যখন নামাযের সময় নিকটবর্তী হয় এবং মুসলমানগণ মসজিদে যাইতে থাকে, তখন তাহাদের সম্পূর্ণ মনোযোগ পার্থিব বিষয়াদি হইতে ফিরাইয়া আল্লাহ্তা’লার দিকে নিবদ্ধ করা উচিৎ। প্রত্যেক ওয়াক্ত নামাযের পূর্বে যে ওযু করা হয় তাহা মো’মেনের সকল ধ্যান আল্লাহ্র প্রতি পরিবর্তিত করার সম্পূর্ণ প্রয়োজনীয় উদ্দেশ্য সাধন করে এবং প্রার্থনা করার জন্য তাহাকে সঠিক অবস্থায় স্থাপন করে।