যখন অসৎচিন্তা সমূহ মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে পরিচালিত করে, তখন সেগুলি তাহার দূর্বলতাসমূহকেও তাহার নিকট প্রকাশিত করিয়া থাকে। যে স্থানে হযরত আদম (আঃ)-কে বাস করিতে বলা হইয়াছিল ‘কুরআন করীমে’ উহাকে রূপকভাবে “জান্নাত” রূপে বর্ণনা করা হইয়াছে। অতএব, পরবতী বর্ণনাতেও উক্ত রূপক অর্থ ব্যবহৃত হইয়াছে এবং হযরত আদম (আঃ)-কেও যে বৃক্ষের নিকটবর্তী হইতে নিষেধ করা হইয়াছিল, উক্ত বৃক্ষ ছিল কোন বংশ বা গোত্র যাহার লোকদের নিকট হইতে তাঁহাকে দূরে থাকতে আদেশ করা হইয়াছিল। কারণ সেই গোত্রের লোকেরা তাঁহার শত্রু ছিল এবং তাহারা তাঁহার ক্ষতি সাধনে সর্বপ্রকার চেষ্টা করিত।