৯৫২

এই আয়াতে আল্লাহ্ এবং ইব্‌লিসের মধ্যে কথপোকথনের আকারে যাহা উপস্থাপিত হইয়াছে, তাহাতে অবশ্যই ইহা বুঝায় না যে, আসলেই এইরূপে বাক্য বিনিময় হইয়াছিল; বস্তুতঃপক্ষে ইহা ছিল ইব্‌লিস কর্তৃক হযরত আদম (আঃ)-এর আনুগত্য অস্বীকার করার ফলে যে অবস্থার সৃষ্টি হইয়াছিল উহারই একটা চিত্র। বিস্তারিত জানার জন্য ৬১ টীকা দেখুন।