‘আনফুসাকুম’ (তোমাদের কু-প্রবৃত্তিগুলি) অর্থ তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের খারাপ কামনা-বাসনা। ‘নফস’ আনফুসের এক বচন; ইহার অর্থ কামনা, বাসনা, কু-প্রবৃত্তি। বনী ইসরাঈলকে নির্দেশ দেওয়া হইল, তাহারা যেন অনুতাপ-অনুশোচনার মাধ্যমে নিজেদের কু-প্রবৃত্তি গুলিকে মন হইতে তাড়াইয়া দেয়। বাইবেলে এই বক্তব্য আছে যে, তাহাদিগকে আদেশ করা হইয়াছিল, “প্রত্যেক ব্যক্তি তাহার ভাইকে হত্যা করিবে, প্রত্যেক মিত্র তাহার সাথীকে মারিয়া ফেলিবে। আর প্রত্যেক ব্যক্তি তাহার প্রতিবেশীকে মারিয়া ফেলিবে”(যাত্রা পুস্তক- ৩২ঃ২৭)। কুরআন এই বক্তব্য মোটেই সমর্থন করে না। কুরআনে দেখা যায়, তাহাদিগকে মাফ করিয়া দেওয়া হইয়াছিল (8ঃ১৫৪)। এমন কি তাহাদের নেতা সামিরীকে পর্যন্ত হত্যা করা হয় নাই (২০ঃ৯৮)।