এই আয়াত মুসলমানদিগের মনে প্রেরণা দানের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে সাবধান করিয়া দেয়। তাহাদিগকে বলা হইয়াছে যে, ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী তাহাদিগকে করা হইতেছে এবং জাতিসমূহের ব্যাপারে নিয়ন্ত্রণের দায়িত্ব তাহাদের উপর শীঘ্রই বর্তানো হইতেছে। তাই তাহাদের কর্তব্য হইবে, ন্যায় ও সাম্যের সাথে দায়িত্ব পালন করা। কারণ, তাহাদিগকে সৃষ্টিকর্তার নিকট তাহাদের উপর ন্যস্ত দায়িত্বের হিসাব দিতে হইবে।