৯৪০

এখানেও ১৭ঃ১৬; ৫৩ঃ৪০-৪১ আয়াতসমূহের মতই প্রায়শ্চিত্তের মতবাদকে খুব প্রবলভাবে প্রত্যাখ্যান করা হইয়াছে এবং এই বিষয়ের প্রতি খুব জোরের সহিত মনোযোগ আকষর্ণ করা হইয়াছে যে, প্রত্যেক ব্যক্তিকেই আপন পাপের বোঝা বহন করিতে হইবে এবং নিজ কর্মের জবাব নিজেকেই দিতে হইবে। একের বিনিময়ে অন্যের শাস্তি বা প্রায়শ্চিত্ত কাহারও কোন উপকারে আসে না।