৯৩৯

নামায, কুরবানী, জীবন এবং মরণ এই সমস্ত মানবকর্মের সম্পূর্ণ ক্ষেত্র ঘিরিয়া রহিয়াছে, এবং আঁ-হযরত (সাঃ)-কে ঘোষণা করিতে বলা হইয়াছে যে, এই জীবনের সকল স্তর একমাত্র আল্লাহ্‌তা’লার জন্যই উৎসর্গীকৃত। তাঁহার সকল প্রার্থনা নিবেদিত ছিল আল্লাহ্‌তা’লার প্রতি, তাঁহার সকল কুরবানী আল্লাহ্‌রই উদ্দেশ্যে, তাঁহার সমস্ত জীবন আল্লাহ্‌রই কাজে নিয়োজিত এবং যদি ধর্মের জন্য তিনি মৃত্যু কামনা করিতেন তাহাও আল্লাহ্‌রই সন্তুষ্টি লাভের জন্যই করিতেন।