৯৩৮

সৎকর্ম এক উৎকৃষ্ট শস্য বীজের ন্যায়, “যাহা দশগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, এমন কি উহা হইতেও অধিক” (২ঃ ২৬২, ৪ঃ৪১, ১০ঃ২৭-২৮, তিরমিযীর হাদীসে সিয়াম অধ্যায়ও দ্রষ্টব্য)। কিন্তু একটি অসৎকর্মকে একটিই গণ্য করা হয়।