৯৩৭

‘ধর্মকে খণ্ড-বিখণ্ড করিয়াছে’ বাক্যাংশের মর্মার্থ হইতেছে যে, লোকেরা যখন নিজ নিজ শখ এবং খোশখেয়ালের অনুগমন করিতে আরম্ভ করে, তখন তাহাদের মধ্যে মতের ঐক্য লোপ পায় এবং মত বিরোধ দেখা দেয়।