‘ফিরিশ্তাগণ আসুক’ এই বাক্যাংশ যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে জাতির উপর পতিত আযাবের প্রতি নির্দেশ করিতেছে। কারণ, ‘ফিরিশ্তার আগমন’ উল্লিখিত হইয়াছে সেই সকল যুদ্ধ প্রসঙ্গে, যাহা মুসলমান এবং তাহাদের বিরুদ্ধবাদী শত্রুদিগের মধ্যে সংঘটিত হইয়াছিল (৩ঃ ১২৫, ১২৬ এবং ৮ঃ১০)।