এই আয়াত ব্যক্ত করিতেছে যে, ‘কুরআন’ এইরূপ ঐশীগ্রন্থ যাহা চিরস্থায়ী শিক্ষা বহন করে এবং সেই সকল শাশ্বত সত্যও বহন করে যাহা পূর্ববর্তী গ্রন্থসমূহ নিয়া আসিয়াছিল, ইহাই হইল “মুবারক” শব্দের মমার্থ (লেইন)। তাই কুরআনের অনুসরণের মাধ্যমে মুসলমান জাতি ঐসব গ্রন্থ হইতে পথ-নির্দেশ সন্ধান করার প্রয়োজনীয়তা হইতে অব্যাহতি লাভ করিয়াছে।