আল্লাহ্তা’লা যদি মানবকে জোর পূর্বক তাঁহার ইচ্ছা পালন করাইতে চাহিতেন, তাহা হইলে নিশ্চয়ই তিনি তাহাদিগকে সৎকাজ বা ন্যায় কাজ করিতে বাধ্য করিতেন কিন্তু অন্যায় কাজে নহে। কিন্তু তাঁহার অসীম প্রজ্ঞা দ্বারা তিনি মানুষকে স্বাধীন সত্তায় সৃষ্টি করিয়াছেন। মানবের নিকট বিশদভাবে বলিয়া দিয়াছেন যে, কোনটি সঠিক এবং কোনটি ভ্রান্ত, এবং তৎপর তাহাকে পূর্ণ স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছেন যাহাতে সে তাহার পসন্দ মাফিক যে কোন পথ বা পন্থা বাছিয়া লইতে পারে।