৯২১

পূর্ববর্তী আয়াতসমূহে প্রতিমা উপাসনার প্রথা বা অর্থহীন পদ্ধতি এবং নিয়মের কতকগুলি উল্লেখ করা হইয়াছে যাহা পৌত্তলিক আরবেরা নিজেরাই উদ্ভাবন করিয়া লইয়াছিল। তফসীরাধীন আয়াত দ্বারা এই সূরা কিছু কিছু ঐশী-বিধান উত্থাপন করিতে শুরু করিয়াছে।