৯০৮

“মা’শার” শব্দের অর্থ— মানুষের দল যাহারা সব একই কাজে জড়িত (লেইন)। এই আয়াতে “আল্‌জিন্ন্‌” দ্ব্যর্থহীনভাবে মানুষের মধ্যেই ক্ষমতাবান ও মর্যাদাপূর্ণ মানবগোষ্ঠীকে বুঝাইতেছে, যাহা “আল্‌ইনস্”-এর বিপরীতার্থক, অর্থাৎ দুর্বল এবং দরিদ্র মানব সম্প্রদায় বা শ্রেণী হইল ‘ইন্‌স্’।