৯০৬

পূর্বেকার আয়াতসমূহে ইশারা করা হইয়াছিল যে, মানব রচিত বিধান সর্বদাই ত্রুটিপূর্ণ। বর্তমান আয়াতে উল্লেখ করা হইয়াছে যে, মানুষের প্রবর্তিত শিক্ষা ঐশী-শিক্ষার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। কেবলমাত্র মানবীয় বিদ্যা-বুদ্ধির সহায়তায় যাহারা নিয়মকানুন বা বিধান প্রণয়ন করিয়া থাকে, তাহারা সেই ব্যক্তির মত যে অন্ধকারে পথ হাতড়াইয়া চলে যেখান হইতে সে কখনও বাহিরে আসিতে পারিবে না।