ঈমানের ক্ষেত্রে কোনটি সত্য বা মিথ্যা ইহার বিচারকরূপে সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠ কোনও পক্ষই গ্রহণযোগ্য নহে। একমাত্র আল্লাহ্তা’লাই অভ্রান্ত বিচারক। তিনি তাঁহার বিচারের রায় বা সিদ্ধান্ত দিয়া থাকেন ঐশী-নিদর্শন প্রকাশ করার মাধ্যমে এবং সত্য-সন্ধানীদের সাহায্য করার মাধ্যমে।