বর্ণিত আছে যে, মক্কা বিজয়ের সময় যখন হযরত মুহাম্মদ (সাঃ) কা’বা গৃহে প্রবেশ করিয়াছিলেন তখন উহা প্রতিমায় ভরতি ছিল, এবং তিনি একটার পর একটা মূর্তি তাঁহার লাঠির আঘাতে ভাঙ্গিয়া চুরমার করিতেছিলেন এবং ভবিষ্যদ্বাণীর এই শব্দগুলির আবৃত্তি করিতে ছিলেন, “এবং তোমার প্রভুর কথা পূর্ণ হইয়াছে সত্যতার দিক দিয়াও এবং ন্যায়-বিচারের দিক দিয়াও”। এইরূপে পরোক্ষভাবে উল্লেখিত মক্কার কাফেরগণের পতনের এই ঘটনার সঙ্গে আল্লাহ্তা’লার বাণী অবশ্যই পূর্ণ হইয়াছিল (মনসূর)।