এই কিতাব কুরআন শরীফের দিকেও ইঙ্গিত হইতে পারে, কারণ কেবল পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহই নহে বরং কুরআন নিজেও নবী করীম (সাঃ)-এর সত্যতার দৃঢ় সত্যায়নকারী। ইহা এমন সব শিক্ষা বহন করে, যেগুলি প্রচলিত ধ্যান-ধারণা এবং বিশ্বাসের বিপরীত হইলেও পক্ষপাতশূন্য লোকের নিকট আবৃত্তি করিলে এবং ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিলে তাহারা সেগুলির যৌক্তিকতা মানিয়া লইতে বাধ্য হয়।