“আল্ ইন্স” ও “আল্ জিন্ন্” অর্থ— মানুষ এবং জিন্ন্। শব্দদ্বয় কুরআনের বহু আয়াতে পাওয়া যায়, এতদ্বারা আল্লাহ্তা’লার সৃষ্ট প্রাণীর দুইটি ভিন্ন প্রজাতি বুঝায় না, বরং মনুষ্যজাতির দুইটি শ্রেণীকে বুঝায়। “মানুষ” শব্দটি জনগণ বা সাধারণ লোক অর্থ ব্যক্ত করে এবং “জিন্ন্” শব্দ দ্বারা বড়লোক বুঝায়, যাহারা সাধারণ জনগণ হইতে দূরে থাকে এবং তাহাদের সাথে মেলামেশা করে না, বাস্তবে লোকচক্ষুর আড়ালে থাকিয়া যায়।