৮৯৫

‘যাইয়ান্না’— “আমরা তাহাদের দৃষ্টিতে তাহাদের কৃত-কর্ম মনোরম করিয়া দেখাইয়াছি”। ইহার অর্থ এমন নহে যে, আল্লাহ্‌তা’লা নিজেই মানুষের খারাপ কর্মগুলিকে সুন্দর করিয়া দেখান। ইহার একমাত্র তাৎপর্য হইল যে, আল্লাহ্‌তা’লা মানব-প্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করিয়াছেন (এবং আল্লাহ্‌তা’লার এই নিয়মে মানবের সর্ব প্রকার উন্নতির গোপন রহস্য নিহিত) যে, মানুষ যখন কোন বিশেষ কাজে অধ্যবসায় চালায় তখন সেই কাজের প্রতি তাহার আসক্তি জন্মে এবং তাহার সেই কর্ম তাহার দৃষ্টিতে মনোরম মনে হইতে থাকে। এই সাধারণ প্রাকৃতিক নিয়মানুযায়ী, মুশরেকগণ তাহাদের প্রতিমার উপাসনা করিতে পসন্দ করে এবং উহা তাহাদের নিকট ভাল এবং পুরস্কারযোগ্য বলিয়া বিবেচিত হয়।