৮৯১

প্রত্যেক নবীর কর্তব্য হইল আল্লাহ্‌তা’লার বাণীসমূহ মানুষের নিকট পৌঁছাইয়া দেওয়া। উহা গ্রহণ করার জন্য মানুষকে বাধ্য করা তাহার কাজ নহে। প্রসঙ্গক্রমে, এই আয়াত এই অভিযোগ খণ্ডন করিতেছে যে, ইসলাম ইহার শিক্ষা বা আদর্শ প্রচারে শক্তির ব্যবহারকে উৎসাহিত করে কিংবা সমর্থন যোগায়।