“মুস্তাকাররুণ” অর্থ অস্থায়ী আবাস এবং “মুসতাওদাউন” অর্থ স্থায়ী বাসস্থান, অথবা প্রথমোক্ত শব্দ দ্বারা মৃত্যু এবং পুনরুত্থান দিবসের মধ্যবর্তী সময়ের পরিসর বুঝায় এবং পরবর্তী শব্দ শেষ বিচারের দিন বা পুনরুত্থানের পরের জীবন বুঝায়। আয়াতের মর্মার্থ হইল, আল্লাহ্তা’লা মানব জাতিকে এক স্থান হইতে সৃষ্টি করিয়া বহু সংখ্যায় বর্ধিত করিয়াছেন, ইহা উদ্দেশ্যবিহীন হইতে পারে না। যে মহান উদ্দেশ্যে তিনি মানব সৃষ্টি করিয়া বহুগুণে বৃদ্ধি করিয়াছেন তাহা হইলঃ তিনি কেবল এই পৃথিবীতেই তাহাদের আবাসকাল নির্ধারিত করেন নাই, বরং মৃত্যুর পরে এক চিরস্থায়ী জীবনেরও ব্যবস্থা করিয়াছেন যেখানে ধার্মিক লোকেরা তাহাদের প্রভুর সঙ্গে মিলিত হইবে। সত্যই, কী মহিমান্বিত উদ্দেশ্য। সেখানে তাহারা একমাত্র আল্লাহ্তা’লার প্রেরিত নবীগণের অনুসরণেই উন্নীত হইতে পারে।