দিবসে কাজকর্ম করিয়া একজন মানুষ যেমন ক্লান্ত হইয়া পড়ে এবং রাত্রিতে ঘুমাইতে যায় যাহার ফলে অবসাদমুক্ত হয়, সেইরূপে যে জনগোষ্ঠীর মধ্যে নবী করীম (সাঃ) আবির্ভূত হইয়াছিলেন তাহারা সুদীর্ঘ রাত্রির বিশ্রাম প্রাপ্ত হইয়াছিল এবং তাহাদের মানসিক শক্তিসমূহে পুনঃ সজীবতা লাভ করিয়া আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণতা লাভ করিয়াছিল এবং তাঁহার (হযরত মুহাম্মদ সাঃ) পরিচালনাধীনে আধ্যাত্মিক উন্নতির উচ্চ মার্গে আরোহন করার জন্য বিশেষভাবে যোগ্যতা অর্জন করিয়াছিল।