৮৮

‘আ-ল’ (জাতি), আ-ল ক্রিয়া হইতে উৎপন্ন, যাহা প্রত্যাবর্তন করা, শাসন করা বা অধিকার খাটানো অর্থে ব্যবহৃত হয়। এই ভাবে, এর অর্থ হয়, ব্যক্তি বিশেষের পরিবার বা লোকজন, একজন নেতার অনুসারীগণ, একজন শাসকের প্রজাবৃন্দ, যাহার কাছে তাহারা বার বার আসে এবং যাহাদের উপরে তিনি কর্তৃত্ব বা নেতৃত্ব করেন (মুফরাদাত, লেইন)।