৮৭৮

ইহার মর্ম হইতেছে— আমরা তোমাদিগকে অনেক কিছু দান করিয়াছিলাম যদ্বারা তোমরা তোমাদের আত্মিক অবস্থার উন্নতি করিতে পারিতে, কিন্তু তোমরা সেগুলিকে পশ্চাতে ফেলিয়া আসিয়াছ, অর্থাৎ তোমরা উহাদিগকে ব্যবহার কর নাই এবং এখন সে সবের ব্যবহার করার আর সময় নাই।