যে স্থানে আল্লাহ্র নবী আবির্ভূত হইয়া থাকেন উহাকে “জনপদ জননী” বলা হয়, কারণ সেই স্থান হইতে মানুষ আধ্যাত্মিকতার দুগ্ধ পান করিয়া থাকে—শিশু যেমন মায়ের বক্ষ হইতে দুগ্ধ পান করে। “তাহার চতুর্দিকের লোকরা এই কথাগুলির দ্বারা সারা পৃথিবীকে বুঝাইতে পারে, কেননা নবী করীম (সাঃ)-এর বাণী হইতেছে সমগ্র বিশ্ব-মানবের জন্য।